Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৪ ২২:৪৩

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে চেয়ারম্যান প্রার্থী সাদাত মান্নান অভিকে ২৫ হাজার টাকা এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী রুকনুজ্জামান রুকনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ জুন) বিকেলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এই অর্থদণ্ড দেন।

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী সাদাত মান্নান অভির পক্ষে একটি সিএনজিচালিত অটোরিকশায় দুইটি মাইক ব্যবহার করা হয় যা উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর ১৭ (১) লঙ্ঘন। এ অপরাধে ৩২ ধারা অনুযায়ী সাদাত মান্নান অভিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভাইস চেয়ারম্যান প্রার্থী রুকনুজ্জামান রুকনের পক্ষে মোটরসাইকেল ও পিকআপের বিশাল শোডাউন করে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর ১৩ (ক) লঙ্ঘন করেন। এ অপরাধে ৩২ ধারা অনুযায়ী রুকনুজ্জামান রুকনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সারাবাংলা/একে

আচরণবিধি প্রার্থীকে জরিমানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর