Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রডবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৪ ১৯:৪৪

জয়পুরহাট: জয়পুরহাটে রডবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে পিয়াস হোসেন (১৮) নামে ট্রলির চালকের সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

রোববার (২ জুন) দুপুরে জেলার আক্কেলপুর উপজেলার নারিকেলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন।

নিহত পিয়াস হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার খাদাইল নগর গ্রামের মৃত নুর মোহাম্মদ উজ্জ্বলের ছেলে। আহতরা হলেন, ট্রলির চালক খাদাইল নগর গ্রামের বিপ্লব হোসেন ও অপর সহকারী নাদিম হোসেন।

ওসি নয়ন হোসেন জানান, রায়কালী বাজার থেকে রড নিয়ে ট্রলির চালক বিপ্লব হোসেন তার ২ সহকারী পিয়াস ও নাদিমকে সঙ্গে নিয়ে নিজ এলাকায় ফিরছিলেন। পথে নারিকেলী এলাকায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পিয়াস হোসেনের মৃত্যু হয়। এসময় ট্রলির চালক বিপ্লব ও তার সহকারী নাদিম আহত হন।

খবর পেয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় খাদের পানি থেকে রড সরিয়ে পিয়াসের মরদেহ উদ্ধার করে। আহত দু’জনকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এমও

জয়পুরহাট রডবোঝাই ট্রলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর