Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, নির্যাতনে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৪ ১৮:৫০ | আপডেট: ২ জুন ২০২৪ ২০:৪৩

যশোর: যশোরের অভয়নগর পুলিশ হেফাজতে নির্যাতনে আফরোজা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রোববার (২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে অভয়নগর থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্বজনদের দাবি, মিথ্যা অভিযোগে আটকের পর নির্যাতন করে হত্যা করা হয়েছে তাকে। তবে এ বিষয়ে পুলিশের কেউই কথা বলতে রাজি হননি। মৃত আফরোজা বেগম অভয়নগর উপজেলার নওয়াপাড়া মহাশ্মশান নর্থ বেঙ্গল রোডের জলিল মোল্লার স্ত্রী।

বিজ্ঞাপন

আফরোজা বেগমের ছেলে জানান, স্থানীয় একটি মহলের ইন্ধনে অভয়নগর থানার এসআই শিলন ও শামছু শনিবার দিবাগত রাত ১২টার দিকে তাদের বাড়িতে যায়। এরপর নিজেদের কাছে থাকা ইয়াবা ট্যাবলেট দিয়ে তার মাকে গ্রেফতার দেখায়। এসময় ওই দুই পুলিশ কর্মকর্তাসহ আরো কয়েকজন পুলিশ সদস্য তার মাকে ফ্যানের সঙ্গে চুল বেঁধে ঝুলিয়ে মারপিট করে। পরে রাত একটার দিকে থানায় নিয়ে যায়। সকালে থানায় গিয়ে দেখতে পান তার মা খুব অসুস্থ। যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মায়ের মৃত্যু হয় বলে জানান তিনি।

পুলিশ তাদের ঘরে থাকা ইজিবাইক বিক্রির এক লাখ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে এসেছে। আরো দুই লাখ টাকা ঘুষের দাবিতে নির্যাতন করে তার মাকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ জানান, ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া তার মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।

এদিকে হাসপাতালে উপস্থিত পুলিশের কর্মকর্তারা কেউই এ বিষয়ক বক্তব্য দিতে রাজি হননি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

টপ নিউজ নির্যাতনে হত্যা পুলিশ হেফাজতে নারীর মৃত্যু যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর