Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার উৎখাতের চক্রান্ত চলছে: আ জ ম নাছির

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২৪ ১৮:৩৯

চট্টগ্রাম ব্যুরো: সরকার উৎখাতের চক্রান্ত চলছে জানিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার জন্য বলেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রোববার (২ জুন) সকালে নগরীর কাজীর দেউড়িতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সাবেক মন্ত্রী ডা. মো. আফছারুল আমিনের প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আমরা এক কঠিন সময় অতিক্রম করছি। নানা সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটা অনেকের সহ্য হচ্ছে না। বারবার জনগণের কাছে প্রত্যাখাত হওয়ার পরও সরকার উৎখাতের চক্রান্তের জাল বুনছে একাত্তরের পরাজিত শক্তি। আমাদের সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলার মাটি থেকে তাদের চিরতরে নির্মূল করতে হবে।’

আফছারুল আমিনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘সাহসিকতা ও নির্ভীকতা একজন আদর্শিক রাজনীতিকের সবচেয়ে বড় গুণ, যেটা আফছার ভাইয়ের মধ্যে ছিল। একজন রাজনীতিককে অবশ্যই ভাবতে হবে ব্যক্তিস্বার্থের ঊর্দ্বে। দল ও জাতির জন্য নিবেদিত হতে পারলেই তিনি সার্থক হবেন। নয়তো বিস্মৃতির অতলে হারিয়ে যেতে হবে।’

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘আফছারুল আমিনের মতো পরিশুদ্ধ রাজনীতিকরা দল ও দেশের সম্পদ। কিন্তু আজ এমন রাজনীতিকের দুর্ভিক্ষ তৈরি হয়েছে, যার ফলে দেশের রাজনৈতিক অঙ্গন ধীরে ধীরে কলুষিত হয়ে পড়ছে।’

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য নোমান আল মাহমুদ, নগর কমিটির সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, হাসান মাহমুদ হাসনী, সম্পাদকমন্ডলীর সদস্য শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, মাহবুবুল হক মিয়া, নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, প্রয়াতের সহধর্মিণী ডা. কামরুন্নেছা ও ভাই ডা. আরিফুল আমিন।

বিজ্ঞাপন

এর আগে, সকালে প্রয়াতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সারাবাংলা/আরডি/এমও

আ জ ম নাছির সরকার উৎখাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর