Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারত-পাকিস্তানের বিপক্ষেও ভয়হীন ক্রিকেট খেলবে যুক্তরাষ্ট্র’

স্পোর্টস ডেস্ক
২ জুন ২০২৪ ১৭:২৯

দুর্দান্ত ক্রিকেট খেলে কানাডাকে হারিয়েছে যুক্তরাষ্ট্র

বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক এক সিরিজে জয়ে সবার নজর কেড়েছিলেন তারা। নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচেও ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র। কানাডার বিপক্ষে ১৯৫ রান তাড়া করে দুর্দান্ত এক জয়ের পর যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাক প্যাটেল বলছেন, গ্রুপে থাকা ভারত-পাকিস্তানের বিপক্ষেও ভয়ডরহীন ক্রিকেট খেলতে প্রস্তুত তারা।

টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডার দেওয়া ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অ্যারন জোনসের ৯৪ রানের রেকর্ড গড়া ইনিংসে ১৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র। রান তাড়া করতে নামা যুক্তরাষ্ট্রের ব্যাটারদের চোখ ধাঁধানো ব্যাটিং মুগ্ধ করেছে সবাইকে।

বিজ্ঞাপন

এ গ্রুপে যুক্তরাষ্ট্রের পরের দুই প্রতিপক্ষ ফেভারিট ভারত ও পাকিস্তান। তবে আন্ডারডগ হলেও এই দুই জায়ান্টের বিপক্ষে ভালো খেলার ব্যাপারে প্রত্যয়ী প্যাটেল, ‘আমরা যেভাবে খেলে যাচ্ছি সেভাবেই খেলতে চাই। ভারত, পাকিস্তান যার বিপক্ষেই খেলি না কেন, আমাদের ভয়ডরহীন ক্রিকেট পাল্টাতে চাই না।’

রেকর্ড গড়া ইনিংস খেলা জোনস ও গাউসকে বিশেষভাবে কৃতিত্ব দিয়েছেন প্যাটেল, ‘আমার মনে হয় এটা দলীয় প্রচেষ্টায় জয়। তবে গাউস ও জোনস চাপ সামলে ম্যাচ ছিনিয়ে এনেছেন। আমরা সবাই জানতাম জোনসের মাঝে এমন কিছু করার সামর্থ্য আছে। নিজের উপরে আস্থা রেখেছে সে।’

সারাবাংলা/এফএম

টি-২০ বিশ্বকাপ ২০২৪ পাকিস্তান ভারত যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর