ট্রলি ব্যাগে মিলল গলাকাটা মরদেহ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৪ ১৭:১৭ | আপডেট: ২ জুন ২০২৪ ১৭:৪১
২ জুন ২০২৪ ১৭:১৭ | আপডেট: ২ জুন ২০২৪ ১৭:৪১
ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রলি ব্যাগ থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ জুন) সকালে মহাসড়কের মনতলা ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) ফারুক হোসেন জানান, সকালে মনতলার ব্রিজের নিচে একটি মানুষের মাথা ও লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথা ও লাগেজ উদ্ধার করে। লাগেজের মধ্যে মরদেহটি পাওয়া যায়। যুবকের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, গলা কেটে হত্যার পর যুবকের মরদেহ লাগেজে ভরে কেউ এখানে ফেলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ মরদেহটি সনাক্তে কাজ করছে বলেও জানান তিনি।
সারাবাংলা/ইআ