১৫তম শিরোপা জয় ধারণার চেয়েও কঠিন ছিল: আনচেলত্তি
২ জুন ২০২৪ ১২:১০ | আপডেট: ২ জুন ২০২৪ ১৮:৩৬
রেকর্ড ১৪ শিরোপা জিতে আগেই সবার চেয়ে এগিয়ে ছিল তারা। রিয়াল মাদ্রিদের সামনে হাতছানি দিচ্ছিল অবিশ্বাস্য ১৫তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ওয়েম্বলির ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে নতুন করে ইতিহাস রচনা করেছে রিয়াল মাদ্রিদ। ঐতিহাসিক এই জয়ের পর রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, ১৫তম শিরোপা জয় ধারণার চেয়েও অনেক কঠিন ছিল।
ডর্টমুন্ডের বিপক্ষে প্রথমার্ধে বেশ ছন্নছাড়া ছিল রিয়াল। পুরো প্রথমার্ধে একটি শটও গোলপোস্টের দিকে নিতে পারেনি রিয়াল ফরোয়ার্ডরা। ভাগ্য সহায় না হলে গোলও হজম করতে পারত তারা। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাগে ঘুরে দাঁড়িয়ে দানি কারভাহাল ও ভিনিসিয়াস জুনিয়রের গোলে রেকর্ড ১৫তম শিরোপা নিশ্চিত করে রিয়াল।
রিয়ালের সাথে রেকর্ড গড়েছেন আনচেলত্তিও। প্রথম কোচ হিসেবে পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জিতলেন তিনি। এমন জয়ের পর আনচেলত্তি বলছেন, কঠিন পথ পাড়ি দিয়েই জিততে হয়েছে তাদের, ‘আসলে এমন পরিস্থিতির সাথে আমি খুব একটা পরিচিত নই। এটা খুব খুব কঠিন ছিল। আসলে ধারণার চেয়েও কঠিন ছিল। প্রথমার্ধে আমরা আশানরূপ খেলতে পারিনি। তবে দ্বিতীয়ার্ধে দল ঘুরে দাঁড়িয়েছে। এটা আসলে স্বপ্নের মতো। আশা করি এই যাত্রা চলতেই থাকবে।’
প্রথমার্ধের বিরতিতে দলের সবাইকে জেগে ওঠার বেশ তাগাদা দিয়েছিলেন আনচেলত্তি, ‘প্রথমার্ধে ডর্টমুন্ড ভালো খেলেছে। আমরা কিছুটা অলস ছিলাম। বিরতির সময় ভিনিসহ বাকিদের আমি ঘুরে দাঁড়ানোর তাগাদা দিয়েছি। এরপর তারা কাউন্টার অ্যাটাকের মাধ্যমে ফিরে এসেছে।’
গত রাতের ম্যাচ দিয়েই ক্লাব ফুটবলকে বিদায় বলেছেন টনি ক্রুস। আনচেলত্তি বলছেন, তার বিদায় ক্লাবের জন্য কষ্টকর, ‘এটা আসলে আমাদের জন্য কষ্টের মুহূর্ত। কিন্তু সে এভাবেই বিদায় বলতে চেয়েছিল। সে সেরা ফর্মে থেকেই বিদায় নিয়েছে। এভাবেই আসলে সবাই বিদায় নিতে চাইবে। দুর্দান্ত একটা ক্যারিয়ার ছিল তার। আমরা কস্ট পেলেও তার সিদ্ধান্তের প্রতি আমাদের সম্মান রয়েছে।’
সারাবাংলা/এফএম