Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বেনজীরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুন ২০২৪ ২২:৫৯ | আপডেট: ২ জুন ২০২৪ ১১:২৫

ফাইল ছবি: আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বেনজীর আহমেদের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না। তিনি বলেন, একজন ব্যক্তির অপরাধের দায় কেন পুরো পুলিশ বাহিনী নেবে? পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে ভালো কাজ করছে। পুলিশ পেশাদারিত্বের সঙ্গে জঙ্গি ও সন্ত্রাস দমন করছে। এ ছাড়া, করোনার সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। পুলিশ বাহিনী জীবন উৎসর্গ করে কাজ করছে।

শনিবার (১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) অডিটোরিয়ামে মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগ আয়োজিত ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তাকে (বেনজীর আহমেদ) তো আমরা এখনো নিষেধাজ্ঞা দিইনি। আমি এখনো সঠিক জানি না, সে আছে কি না চলে গেছে। আমাকে জেনে কথা বলতে হবে।’

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মূল হত্যাকাণ্ড অনুযায়ী মামলাটি হয়েছে ভারতে। আর ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি আছে। কাজেই ভারত সরকার তাদের কাছে আবেদন করবেন। যেহেতু ঘটনাটি তাদের দেশে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম, তখন মূল মামলাটি আমাদের থাকতো। তারা যদি পরামর্শ দেয়, আমাদের সম্পৃক্ত করে, তাহলে আমরা সেখানে যাব। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হত্যার জন্য সহযোগিতা করেছে, সবাইকে শাস্তির আওতায় আনা হবে। যিনি নেপালে রয়েছেন, তাকে ফিরিয়ে আনতে সবরকমের ব্যবস্থা আমরা নিয়েছি। এখন আমাদের তদন্ত কাজ চলছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ পুলিশ বেনজীর আহমেদ ব্যক্তিগত অপরাধ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর