Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে সাড়ে ৪ মাসের রিজার্ভ রয়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৪ ২২:০১ | আপডেট: ২ জুন ২০২৪ ১১:২৬

টাঙ্গাইল: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বর্তমানে অর্থনীতির চাপের মধ্যে রয়েছে। একসময় আমাদের রিজার্ভ ৪৮ বিলিয়ন পর্যন্ত গিয়েছিল। সেখান থেকে আমাদের রিজার্ভ কমে এসেছে। সেখানে হলো আমাদের রিজার্ভ যখন কমে আসছে তখন তো আমরা একটু চাপে থাকবোই। তবে যেকোনো দেশেই ৩ মাসের রিজার্ভ থাকলেই কোন সমস্যা হয় না, সেখানে আমাদের প্রায় সাড়ে ৪ মাসের রিজার্ভ আছে। যদি বিদেশ থেকে রেমিটেন্স আসে ও বিদেশে রফতানি বিনিয়োগ বাড়ানো যায় তাহলে সুবিধা হবে।’

বিজ্ঞাপন

শনিবার (১ জুন) বিকালে টাঙ্গাইলের পৌর উদ্যানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিসিক উদ্যোক্তা মেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয় এই আয়োজন করে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রী বলেন, ‘সবসময় আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করি। ঈদেও নিয়ন্ত্রণে থাকবে। নিত্য প্রয়োজনীয় জিনিস যেন রফতানি করা যায় বিদেশে সে ব্যবস্থা করছি। এবছর আমরা হস্তশিল্পকে বর্ষপণ্য হিসাবে ঘোষণা করেছি।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক কায়সারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর আসনের ছানোয়ার হোসেন এমপি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদসহ অনেকে।

মেলা আগামী ১০ তারিখ পর্যন্ত চলবে এবং মেলায় বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পের মোট ৫০টি দোকান বসেছে।

সারাবাংলা/এমও

টপ নিউজ টাঙ্গাইল বাণিজ্য প্রতিমন্ত্রী রিজার্ভ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর