টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই কোহলি-মোস্তাফিজ
স্পোর্টস ডেস্ক
১ জুন ২০২৪ ২০:০৬ | আপডেট: ১ জুন ২০২৪ ২০:১৩
১ জুন ২০২৪ ২০:০৬ | আপডেট: ১ জুন ২০২৪ ২০:১৩
বৈরি আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠেই নামতে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপ শুরুর একদিন আগে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে নামছেন নাজমুল হোসেন শান্তরা। নিউইয়র্কে ভারতের বিপক্ষে ম্যাচে টসে হেরেছেন শান্ত। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
প্রস্তুতি ম্যাচে স্কোয়াডের ১৫ জনের মাঝে থাকছেন না শুধু তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। বাকি ১৩ জন ব্যাটিং, বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নেবেন।
অন্যদিকে ভারতীয় স্কোয়াডে নেই বিরাট কোহলি। ভারত থেকে একদিন আগেই যুক্তরাষ্ট্রে এসে স্কোয়াডের সাথে যোগ দিয়েছেন কোহলি। গতকাল অনুশীলন করলেও প্রস্তুতি ম্যাচে তাকে খেলাবে না ভারত।
সারাবাংলা/এফএম