Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৪ ২০:৩৬

নড়াইল: নড়াইলে ওয়ান শ্যুটারগানসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মেহেদী হাসান।

আটকরা হলো, খুলনার ইকবাল হোসেন, ওবায়দুল্লাহ ফকির এবং অপর ব্যবসায়ী নড়াইলের কালিয়া উপজেলার জাকারিয়া হুসাইন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে জাতীয় সংসদ নির্বাচনের সময় অস্ত্রটি এলাকায় আনা হয়। পরে অন্যত্র বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সেটি। আমরা আসামিদের তল্লাশি করে তাদের কাছে থাকা বাজারের ব্যাগ থেকে ওয়ান শ্যুটারগান জব্দ করা হয়।’

প্রেস ব্রিফিংয়ে নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী আশরাফ সাধারণ সম্পাদক মির্জা মাহামুদ হোসেন রন্টুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

অস্ত্র ব্যবসায়ী নড়াইল পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর