Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবির খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে ইরানী-বিথী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৪ ১৩:৪১ | আপডেট: ১ জুন ২০২৪ ১৩:৫৯

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফাতেমাতুজ জোহরা ইরানী সভাপতি এবং আরবি ভাষা সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জান্নাতুল ইসবা বিথী সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

শনিবার (১ জুন) খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী এই কমিটির অনুমোদন দিয়েছেন। বেলা ১১টার দিকে প্রভোস্টের কার্যালয়ে এ কমিটির ঘোষণা দেন তিনি। এসময় হলের আবাসিক শিক্ষক অনিন্দিতা হাবিব উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন-সহ সভাপতি ফারহা শারমিন বিন্দু (আইন) ও জাসিয়াহ শাম্মী (হিসাববিজ্ঞান), যুগ্ম সাধারণ সম্পাদক মানসী রায় (আইন ও ভূমি ব্যবস্থাপনা), সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক তাজমীন রহমান (ফোকলোর স্টাডিজ)।

সাংগঠনিক সম্পাদক সাদিয়া মুবাশ্বিরা (ইংরেজি ভাষা ও সাহিত্য), অর্থ সম্পাদক আফরোজা খান স্মৃতি (আরবী ভাষা ও সাহিত্য), দপ্তর সম্পাদক মুমতাহিনা রিনী (ইংরেজি), প্রচার সম্পাদক তাসলিমা আরেফিন অর্থি (অর্থনীতি)।

বিতর্ক গবেষণা সম্পাদক নুসরাত জাহান (ফলিত রসায়ন ও কেমিকৌশল), প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদিয়া ইসলাম মৌ (জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট), অনুষ্ঠান সম্পাদক মাহমুদা আক্তার তানিয়া, কার্যনির্বাহী সদস্য রিদুয়ানা রহমান (ফিন্যান্স এন্ড ব্যাংকিং) ও মায়শা খাতুন (ব্যবস্থাপনা)।

কমিটির নতুন সভাপতি ফাতেমাতুজ-জোহরা ইরানী, খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির সভাপতির দায়িত্ব প্রাপ্তিতে আমি আনন্দিত। ধন্যবাদ হল প্রভোস্ট কাউন্সিল ও খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটিকে আমাকে যোগ্য মনে করায়। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো পরিপূর্ণভাবে দায়িত্ব পালন ও হল ডিবেটকে এগিয়ে নিয়ে যাবার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

ইবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর