‘ফেভারিট রিয়ালকে হারিয়েই শিরোপা জিতবে ডর্টমুন্ড’
১ জুন ২০২৪ ০৮:৩০ | আপডেট: ১ জুন ২০২৪ ১২:২৪
খুব বেশি মানুষ হয়তো তাদের ফাইনালে কল্পনা করেনি। একের পর এক বাধা পেরিয়ে সবাইকে খানিকটা চমকে দিয়েই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছে গেছে বরুশিয়া ডর্টমুন্ড। ওয়েম্বলির স্বপ্নের ফাইনালে জার্মান ক্লাবটির প্রতিপক্ষ টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। জমজমাট এক ফাইনালের আগে ডর্টমুন্ড কোচ এডিন টেরজিক বলছেন, ফাইনালে রিয়াল ফেভারিট হলেও শিরোপা জিতেই বাড়ি ফিরতে প্রত্যয়ী তারা।
২০১৩ সালে এই ওয়েম্বলিতেই সবশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছিল ডর্টমুন্ড। সেবার বায়ার্ন মিউনিখের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। ১১ বছর পর ওয়েম্বলিতে আবারও শিরোপা ছুঁয়ে দেখার লক্ষ্যে মাঠে নামছে ডর্টমুন্ড। ফাইনালে তাদের সামনে রেকর্ড ১৪ বার ট্রফি জেতা রিয়াল।
টেরজিক জানালেন, রিয়াল ফেভারিট হলেও তাদের শিরোপা জিততে দেবে না ডর্টমুন্ড, ‘আমরা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছি, এখানে ভালো খেলতে চাই। রিয়ালের বিপক্ষে খেলাটা সবসময়ই কঠিন। তবে এটা ফাইনাল। একটা ম্যাচে যেকোনো কিছুই সম্ভব। তারা অবশ্যই ফেভারিট হয়েই মাঠে নামবে। তবে আমরা এটা নিয়ে ভাবছি না। আমরাও অ্যাটলেটিকো ও পিএসজির বিপক্ষে ফেভারিট ছিলাম না।’
১১ বছর আগের হতাশাকে এবার আনন্দে পরিণত করতে চান টেরজিক, ‘ফাইনালে পৌঁছে যাওয়া মানেই জয়ের লক্ষ্য থাকতে হবে। আমরা এতদূর আসতে পেরে আনন্দিত। কিন্তু ফাইনালে আমরা রিয়ালকে হারিয়ে শিরোপা জিততে চাই।’
রিয়ালদের দুর্দান্ত আক্রমণভাগের বিপরীতে নিজেদের দারুণ রক্ষণভাগকেই ভরসা মানছেন টেরজিক, ‘এবারের আসরে আমরাই সবচেয়ে কম গোল হজম কর দল। প্রতিপক্ষকে গোল থেকে দূরে রাখতে হবে। গত বছর আমরা এটা করতে না পারলেও এই মুহূর্তে আমরা সেরা ফর্মে আছি। এজন্যই আমরা শিরোপার বড় দাবিদার।’
সারাবাংলা/এফএম
চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল টপ নিউজ বরুশিয়া ডর্টমুন্ড রিয়াল মাদ্রিদ