Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাপাখানায় কাগজের বান্ডিল চাপায় ঘুমন্ত শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৪ ২১:১১

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মতিঝিল ফকিরাপুল এলাকায় একটি ছাপাখানায় কাগজের বান্ডেল শরীরে পড়ে তুষার গায়েন (১৮) নামে এক কর্মচারী মারা গেছেন।

শুক্রবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছাপাখানার মালিক মো. সম্রাট সরকার জানান, মতিঝিল ফকিরাপুল ১ নম্বর গলিতে সেবা প্রিন্টিং প্রেসের মালিক তিনি। সেখানে কাজ করত তুষার। আজ সে ছাপাখানার ভেতরে ঘুমিয়ে ছিল। সুব্রত নামে আরেক কর্মচারী বিকেলে তুষারকে ডাকতে যায়। কোনো সাড়াশব্দ না পেয়ে ফোনে ছাপাখানার মালিককে বিষয়টি জানান।

ছাপাখানার মালিক জানান, কারখানা খুলে তিনি দেখতে পান কাগজের বান্ডিলের নিচে তুষার চাপা পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের সহায়তায় তুষারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তুষার গায়েনের খালাতো ভাই মো. রাসেল জানান, তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামে। বাবার নাম ইসলাম গায়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/একে

ছাপাখানা টপ নিউজ শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর