আহ শান্তি !
৩০ মে ২০১৮ ১৬:৩৫ | আপডেট: ৩০ মে ২০১৮ ১৬:৩৭
প্রাণ হাসফাসঁ করা প্রচণ্ড গরমে রাজধানীর হাতিরঝিলের পানিতে নেমেছে দুরন্ত শিশুরা। গরমে চরম স্বস্ত্বি। শিশুদের মতো এভাবে পানিতে নামা সবার পক্ষে সম্ভব না হলেও জলকেলির ছবি দেখলেও শান্তি লাগে। ছবি তুলেছেন সারাবাংলা ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।
সারাবাংলা/এমআই