Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে শত্রুতার জেরে যুবককে কুপিয়ে-গুলি করে হত্যা

লোকাল করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৪ ১৭:০৯ | আপডেট: ৩১ মে ২০২৪ ১৭:৩৩

বেনাপোল: যশোরের শার্শায় গরু নিয়ে পূর্ব শত্রুতার জেরে মুসা (৩০) নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাইপো রাসেল (২০) নামের অপর একজন।

শুক্রবার (৩১ মে) সকাল ১টার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসার মৃত্যু হয়। নিহত রানা মুসা হরিনাপোতা গ্রামের আতাউর হকের ছেলে ও তার ভাইপো আহত রাসেল ইসহাকের ছেলে।

এ ব্যাপারে বৃহস্পতিবার রাতেই শার্শা থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। একইদিন সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হরিনাপোতা বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গরু বেচাকেনা নিয়ে মুসার সাথে ৬/৭ মাসে আগে মান্দারতলা এলাকার ওহাবের ছেলে রফিকুল, নান্নুর ছেলে মিলন ও শান্টুর ছেলে সুমনের সঙ্গে দ্বন্দ্ব ছিলো। ঘটনার দিন বিকালে মুসা ও তার ভাইপো রাসেল চা খাওয়ার জন্য হরিণাপোতা বাজার মোড়ে যায়।

এসময় রফিকুল, মিলন ও সুমনসহ আরো কয়েকজন অতর্কিত মুসাকে উপর্যুপরি কোপাতে শুরু করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এসময় বাধা দিতে গেলে ভাইপো রাসেল গুলিবিদ্ধ হন। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ভাইপো রাসেলকে ভর্তি রাখে এবং মুসার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন যশোরের চিকিৎসাকরা। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মুসার মৃত্যু হয়।

নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, ‘গরু বেচাকেনা নিয়ে পূর্ব শত্রুতার জেরে আহত চাচা ও ভাইপোর মধ্যে মুসা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ভাইপো উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে এবং এ হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

টপ নিউজ পূর্ব শত্রুতা যশোর হত্যা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর