Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রানওয়েতে শেয়াল, ২৫ মিনিট পর ফ্লাইট অবতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৪ ১২:২২ | আপডেট: ৩১ মে ২০২৪ ১৬:২৭

সৈয়দপুর বিমানবন্দর। ছবি: সংগৃহীত

নীলফামারী: বিমানবন্দরের রানওয়েতে হঠাৎ আনাগোনা এক শেয়ালের। ওই সময় ঢাকা থেকে যাওয়া একটি ফ্লাইট অবতরণের কথা। শেয়ালের উৎপাতে উড়োজাহাজটি আর অবতরণ করতে পারেনি যথাসময়ে। শেয়ালটি তাড়ানোর পর প্রায় ২৫ মিনিট দেরিতে অবতরণ করতে হয় ফ্লাইটটিকে।

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে শুক্রবার (৩১ মে) সকালে ঘটেছে এমন ঘটনা। এ কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-সৈয়দপুর ফ্লাইটটির অবতরণে দেরি হয়েছে।

বিজ্ঞাপন

বিমানবন্দর সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমানের ফ্লাটটিরর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে। ঠিক তখনেই একটি শেয়ালকে রানওয়েতে ছোটাছুটি করতে দেখা যায়। বিমানের পাইলট শেয়ালটি দেখতে পেলে অবতরণ করতে পারেননি। তিনি বিমানবন্দর এলাকায় আকাশে চক্কর দিচ্ছিলেন। পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষকেও শেয়ালের কথা জানান।

পরে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা দ্রুত রানওয়েতে গিয়ে শিয়ালটিকে তাড়িয়ে দেন। এতে নির্ধারিত সময় থেকে প্রায় ২৫ মিনিট পরে অবতরণ করতে হয় বিমানের ফ্লাইটটিকে। পৌনে ৯টার দিকে ফ্লাইটটি অবতরণ করে।

এ সম্পর্কে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ গণমাধ্যমকে বলেন, বড় কোনো ঘটনা ঘটেনি। একটি শেয়াল রানওয়েতে ছোটাছুটি করছিল। দ্রুত নিরাপত্তাকর্মীরা ব্যবস্থা নিয়েছেন। একটি ফ্লাইট অবতরণ করতে কিছুটা দেরি হয়েছে। অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সারাবাংলা/টিআর

টপ নিউজ নীলফামারী রানওয়ে রানওয়েতে শেয়াল সৈয়দপুর সৈয়দপুর বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর