Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ আঞ্চলিক কেন্দ্রে হবে রাবির ভর্তি পরীক্ষা

রাবি করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৪ ২৩:৩৯

রাজশাহী: দেশের চারটি আঞ্চলিক কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আগামী শিক্ষাবর্ষ ২০২৪-২৫ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা এই চারটি কেন্দ্র আপাতত নির্দিষ্ট করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম।

বিজ্ঞাপন

উপ-উপাচার্য বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও অভিভাবকদের একটা দাবি ছিল ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণ করা। সবার দাবির পরিপ্রেক্ষিতে আজ অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলে আমরা বিষয়টি আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘এখন আপাতত রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রামে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রয়োজনবোধে আরও কয়েকটি কেন্দ্র বাড়ানো হবে।’

সারাবাংলা/পিটিএম

আঞ্চলিক কেন্দ্র ভর্তি পরীক্ষা রাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর