Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজিজ-বেনজীরের কাহিনি ঢাকতে অশালীন ভাষায় কথা বলছেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৪ ২৩:১৮

ঢাকা: সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদের কাহিনি ঢাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়া পরিবার নিয়ে অশালীন ভাষায় কথা বলছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ অনুষ্ঠান আয়োজন করে।

রিজভী বলেন, ‘শেখ হাসিনা বেনজীরের কাহিনি, আজিজের কাহিনি, ক্যাসিনোর কাহিনি লুকাতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের বাস্তব সত্য কেচ্ছা-কাহিনি। যেগুলো মানুষ জানলেও ভয়ে কিছু বলতে পারত না। মিডিয়ার মালিকরা সরকারের কাছে আত্মসমর্পণ করে থাকত। কারণ, দেশে বাকশাল চলছে, একদলীয় শাসন চলছে। ফলে কেউ সত্য বলার সাহস পায় না। তারপরও একের পর এক সত্য বের হয়ে আসছে।’

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের দায়িত্ব পালনের সময় তাদের কর্মকান্ডের সমালোচনা করে তিনি বলেন, ‘২০১৫ সালে আন্দোলনের সময় এবং ২০১৮ সালের নির্বাচনের আগে জনগণকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন এই দুইজন।’

রিজভী বলেন, ‘শেখ হাসিনা একটা বিষয়ে খুব পারদর্শী। যখন চরম সংকটে দেশ পড়ে তখন জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য নানা কাজ করে থাকেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় একটি মুর‌্যাল উদ্বোধন করেছিলেন শেখ হাসিনার পান্ডারা সেটি ভেঙে ফেলেছে। শেখ হাসিনা চান এগুলো নিয়েই সবাই ব্যস্ত থাকুক। তিনি যে গোটা দেশটাকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছেন, এটা নিয়ে যাতে কেউ কথা বলতে না পারে।’

বিজ্ঞাপন

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আওয়ামী লীগ হল ছিঁচকে মাস্তান জাতীয় রাজনৈতিক দল। বখাটেরা আওয়ামী লীগ করে, আর ক্যাসিনোর মালিকরা আওয়ামী লীগ করে।’

পানির দাম বৃদ্ধির নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘পানির অপর নাম জীবন। সেই পানিও আপনি খেতে পারবেন না।পানির শুল্ক ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ওয়াসা তো দুর্নীতি হিমালয়। এই ওয়াসার এমডিকে কেউ সেখান থেকে সরাতে পারে না। উনি নাকি বিদেশ থেকেও অফিস পরিচালনা করেন। এই হচ্ছে দেশের অবস্থা। আমরা এক দুর্বিষহ জীবন যাপন করছি। গোটা জনগণ এক রুদ্ধশ্বাস দিনযাপন করছে।’

সারাবাংলা/এজেড/একে

আজিজ দুর্নীতি প্রধানমন্ত্রী বেনজীর শেখ হাসিনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর