Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর-১ আসনের সাবেক এমপি মনজুর হোসেন মারা গেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৪ ১৮:১৬ | আপডেট: ৩০ মে ২০২৪ ২২:৩৬

ঢাকা: ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) সাবেক সংসদ সদস্য ও সাবেক সিনিয়র সচিব মনজুর হোসেন বুলবুল (৬৮) মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

মনজুর হোসেন বুলবুলের ভাতিজা শহিদুল ইসলাম কুরবান তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মনজুর হোসেন বুলবুল নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের পানাইল গ্রামে ১৯৫৬ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন মনজুর হোসেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি রূপালী ব্যাংকের দুইবারের চেয়ারম্যান ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

মনজুর হোসেন বুলবুলের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সারাবাংলা/এজেড/এনইউ

আসন টপ নিউজ ফরিদপুর-১ মনজুর হোসেন মৃত্যু সাবেক এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর