অভয়নগরে অলিয়ার, বাঘারপাড়ায় বিপুল ফারাজী চেয়ারম্যান
২৯ মে ২০২৪ ২৩:৫৮
যশোর: জেলার অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা নির্বাচনে যথাক্রমে সরদার অলিয়ার রহমান ও ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বুধবার (২৯ মে) এ ভোট অনুষ্ঠিত হয়। এদিন ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তারা ভোটের এ ফলাফল ঘোষণা করেন।
অভয়নগর উপজেলায় সরদার অলিয়ার রহমান মোটরসাইকেল প্রতীকে ৫০ হাজার ৪৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের রবিন অধিকারী ব্যাচা পেয়েছেন ৪৮ হাজার ২২১ ভোট। নবনির্বাচিত চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান।
এদিকে, বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী মোটরসাইকেল প্রতীকে ৫২ হাজার ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রণজিৎ রায়ের বড় ছেলে রাজীব রায় ঘোড়া প্রতীক পেয়েছেন ২০ হাজার ৮১৪ ভোট।
সারাবাংলা/পিটিএম