৯৩% গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক: মন্ত্রণালয়
২৯ মে ২০২৪ ২১:৪১ | আপডেট: ৩০ মে ২০২৪ ০০:৫৬
ঢাকা: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের বিভিন্ন স্থান বিদ্যুৎহীন অবস্থায় ছিল। ইতোমধ্যে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ কোম্পানি পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) তাদের ৯৩ শতাংশ গ্রাহককে পুনরায় বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে এসেছে। আর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ৮৭ শতাংশ গ্রাহককে পুন:সংযোগ দিয়েছে। তবে এখনো দুই কোটি ৮২ লাখ গ্রাহক অন্ধকারে। আজ রাতের মধ্যে ৯৫ শতাংশ গ্রাহকের সংযোগ স্বাভাবিক হবে বলে আশা করছে মন্ত্রণালয়।
বুধবার (২৯ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় তিন কোটি তিন লাখ ৯ হাজার ৭০২ আর ওজোপাডিকো’র চার লাখ তিপ্পান্ন হাজার ৮১ জন গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন। বুধবার (২৯ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আরইবি দুই কোটি ৮২ লাখ অর্থ্যাৎ ৯৩ ভাগ এবং ওজোপাডিকো তিন লাখ ৯৫ হাজার ৫৩১ অর্থ্যাৎ ৮৭ ভাগ গ্রাহককে পুন:সংযোগ দেওয়া হয়।
রেমালের প্রভাবে আরইবি’র বিতরণ ব্যবস্থার পুনঃস্থাপন সংক্রান্ত হালনাগাদ তথ্য বলছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাহক সংখ্যা তিন কোটি তিন লাখ ৯ হাজার ৭০২ এরমধ্যে রিকভারির দুই কোটি ৮২ লাখ আর বাকি ২১ লাখ ৯ হাজার ৭০২ জন গ্রাহক।
তথ্যে আরও জানানো হয়, ৩৩ কেভি ফিডারের মধ্যে ক্ষতি ৭৬৬টি আর রিকভারি ৭৬০টি বাকি রয়েছে ছয়টি। আর ৩৩/১১ কেভি উপকেন্দ্র ক্ষতি ১১০৫ রিকভারি এক হাজার ৯৫টি আর বাকি রয়েছে ১০টি।
১১ কেভি ফিডার-এর মধ্যে ক্ষতি ছয় হাজার ২৩৫টি এর মধ্যে রিকভারি ছয় হাজার ৬৪টি, বাকি ১৭১টি। ক্ষতিগ্রস্ত তিন হাজার ৮৩৩টি বৈদ্যুতিক খুঁটির মধ্যে রিকভারি তিন হাজার ৫৬৩টি, বাকি ২৭০টি। বিতরণ ট্রান্সফরমার ক্ষতি দুই হাজার ৮১৮টি, রিকভারি দুই হাজার ৪৫৩টি, বাকি ৩৬৮টি রয়েছি। তার ছেঁড়া স্প্যান (কি.মি.) তিন হাজার ৫৬ রিকভারি- দুই হাজার ৫৬৩ কিলোমিটার। বাকি ৪৯৩ কি.মি.। ইন্সুলেটর ক্ষতি ২৪২৫৮টি রিকভারি ২৩,৮১৫টি বাকি রয়েছে ৪৪৩টি। মিটার ক্ষতি ৫৯,৩৯৯টি, রিকভারি ৫২,০৯৯টি, বাকি ৭৩০০টি।
প্রাথমিক তথ্যানুসারে ১০৩ দশমিক ৩৩ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বুধবার রাত রাত ১১টা নাগাদ ৯৫% গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছে আরইবি। প্রতিষ্ঠানটি আরও জানায়, সমিতির দুর্যোগে আলোর গেরিলা ও আরইবি’র কারিগরি টিমসহ ঠিকাদারদের পর্যাপ্ত সংখ্যক জনবলসহ বর্তমানে প্রায় ২৫ হাজার জনবল মাঠ পর্যায়ে কর্মরত আছেন। বাকী গ্রাহকদের সার্ভিস ড্রপ ও মিটার বাড়ি-বাড়ি গিয়ে কাজ করতে হবে বিধায় পরবর্তীতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ওজোপাডিকো’র মোট গ্রাহক সংখ্যা ১৫,৪৮,১৫৪। বর্তমান বিদ্যুতায়িত গ্রাহক সংখ্যা ১৪,৯০,৬০৪। ঝড়ের কারণে বর্তমান বিদ্যুৎ বিহীন গ্রাহকের সংখ্যা ৫৭ হাজার ৫৫০। ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইনের অবশিষ্টাংশের মেরামত কাজ চলমান আছে।
বিদ্যুৎ বিভাগের নির্দেশে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করার জন্য কাজ চলমান রয়েছে। আশা করা যাচ্ছে অতিসত্বর সম্পূর্ণ লাইন চালু হবে।
সারাবাংলা/জেআর/এনইউ