Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ কেজি সোনাসহ সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু আটক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৪ ১৮:৩২

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের এক কেবিন ক্রুকে দুই কেজি সোনাসহ আটক করা হয়েছে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়’র তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ ওই কেবিন ক্রুকে আটক করে।

মঙ্গলবার (২৮ মে) রাত ১০টা ২৫ মিনিটের সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা কেবিন ক্রু রোকেয়া খাতুনের দেহ তল্লাশি করে ১১টি সোনার বার, ছয়টি গোল্ডের চুড়ি ও একটি চেইন জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। যার ওজন ১ হাজার ৯৭৯ গ্রাম।

বিজ্ঞাপন

উদ্ধার অভিযানের সময় বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ কাস্টমস ও বিমানবন্দর এপিবিএন’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্ধার করা সোনাসহ আটককৃত ক্রু বর্তমানে কাস্টমস হেফাজতে রয়েছেন।

উল্লেখ্য, বিমানবন্দরে চোরাচালান ঠেকাতে অন্যান্য সংস্থার পাশাপাশি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তাদের গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

কেবিন ক্রু সৌদি এয়ারলাইন্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর