Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেটওয়ার্ক কাজ না করায় ভোটের পুরো তথ্য পাচ্ছে না ইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৪ ১৪:২৮

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর বলেছেন, ‘৮৭টি উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। তবে মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো কাজ না করায় এখন পর্যন্ত ঠিক কত শতাংশ ভোট পড়েছে সেটার পুরো তথ্য সংগ্রহ করতে পারছি না। এজন্য ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করছি। যে কেন্দ্রগুলোর তথ্য পেয়েছি সেখানে ২০ শতাংশের নিচে ভোট পড়েছে বলে জানা গেছে, এটা প্রাথমিক তথ্য।’

বুধবার (২৯ মে) দুপুর ১টার দিকে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ইসি সচিব বলেন, ‘দুপুর ১২টা পর্যন্ত কোথাও ১৫, কোথাও ১৬, কোথাও ২০ শতাংশ এরকম ভোট পড়ছে মর্মে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। বড় কোনো ঘটনা ঘটেনি। আট হাজার ৪৫০টি ভোটকেন্দ্রের মধ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব পৃঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯টি ব্যালট বই ছিনতাই হয়েছে, বিধায় ভোট স্থগিত করা হয়েছে।‘

অপরদিকে, বগুড়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক সঠিক মতো না ছাপানোয় ওই পদে ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া তিন জনকে আটক করা হয়েছে। ফেনী সদরে একটি কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসারকেও আটক করা হয়েছে।

তিনি বলেন, ‘উত্তরাঞ্চলে ভোটার উপস্থিতি ভালো আছে। তবে দক্ষিণাঞ্চলে ভোটার উপস্থিতি কম। আমরা ঘূর্ণিঝড়ের কারণে ১৮টি উপকূলীয় জেলা ও একটি পার্বত্য উপজেলার ভোট স্থগিত করেছিলাম প্রথম। পরবর্তীতে বিদ্যুৎ সমস্যার কারণে চাঁদপুরের দুটি উপজেলা এবং সড়ক যোগাযোগ সমস্যার কারণে খালিয়াজুড়ি স্থগিত করেছিলাম। মোট দুইবারে ২২টি উপজেলায় স্থগিত করা হয়েছিল।’

এছাড়া মামলাজনিত কারণে চান্দিনার ভোট স্থগিত করা হয়েছিল। তফসিল অনুযায়ী, চান্দিনার ভোট ৫ জুন হবে। এছাড়া চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জের ভোট ৫ জুন হবে। বাকি ২০টি উপজেলার ভোট হবে ৯ জুন রোববার।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

ইসি ইসি সচিব টপ নিউজ নেটওয়ার্ক ভোট ভোটের তথ্য

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর