Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিল মারা ব্যালট নিয়ে বুথের মধ্যে সাবেক ছাত্রলীগ নেতার সেলফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৪ ১৩:৫৫ | আপডেট: ২৯ মে ২০২৪ ১৫:১১

রাজশাহী: সিল মারা ব্যালট পেপার নিয়ে বুথের মধ্যেই সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ওমর ফারুক ফারদিন নামে ছাত্রলীগের এক সাবেক নেতা। তিনি জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

বুধবার (২৯ মে) সকালে ভোট চলাকালে রাজশাহীর পবা উপজেলা নির্বাচনের একটি কেন্দ্রে এই ঘটনা ঘটে

ফারুক ফারদিন নামের ওই ছাত্রলীগ নেতার গ্রামের বাড়ি পবা উপজেলার পারিলা ইউনিয়নের মাড়িয়া গ্রামে। সকালে তিনি কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে বুথে ভেতর ঢোকেন। ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ থাকলেও ফারদিন সেটি নিয়েই ঢোকেন। এরপর বুথে সিল দেওয়া ব্যালট নিয়ে সেলফিও তোলেন।

ভোট দেওয়ার পর ফারুক ফারদিন তার ফেসবুক প্রোফাইলে একটি ছবিও পোস্ট করেন। এতে দেখা যায়, ছবিটি বুথের ভেতরই তোলা। ফারদিনের হাতে রয়েছে সিল মারা ব্যালট। এতে আনারস প্রতীকে সিল দেওয়া দেখা গেছে। আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক ফারুক হোসেন ডাবলু।

উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার জানান, এই বিষয়টি কিছুক্ষণ আগে তার নজরে এসেছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে খোঁজ করা হচ্ছে।

সারাবাংলা/এমও

ছাত্রলীগ নেতার সেলফি টপ নিউজ ব্যালট সাবেক ছাত্রলীগ নেতা সেলফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর