ঘূর্ণিঝড় রেমাল: ভারতে ভারি বৃষ্টি ও ভূমিধসে ৩৬ প্রাণহানি
২৯ মে ২০২৪ ১০:৫২ | আপডেট: ২৯ মে ২০২৪ ১৩:৫৬
ঘূর্ণিঝড় রেমালের কারণে সৃষ্ট ভারি বৃষ্টি, বজ্রপাত ও ভূমিধসে ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলীয় চার রাজ্যে অন্তত ৩৬ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে দেশটির মিজোরামেই ২৭ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ মে) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মিজোরামে ২৭ জনের মধ্যে ২১ জনই প্রাণ হারিয়েছেন আইজল জেলায় একটি খনি ধসে। এ ঘটনায় আরও ১০ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া নাগাল্যান্ডে চারজন, আসামে তিনজন এবং মেঘালয়ে দুইজনের মৃত্যু হয়েছে। রাজ্যগুলোতে বৃষ্টি, দমকা হাওয়া, ভূমিধস, গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে বিদ্যুৎ এবং ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে।
এদিকে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লুমডিং বিভাগের অধীনে নিউ হাফলং-জাটিঙ্গা লামপুর সেকশন এবং ডিটোকচেরা ইয়ার্ডের মধ্যে জলাবদ্ধতার কারণে অনেক ট্রেন বাতিল বা আংশিকভাবে বাতিল এবং যাত্রার সময় পুনঃনির্ধারণ করা হয়েছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা এবং পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আইজলের মেলথুম এবং হ্লিমেনের মধ্যবর্তী ওই খনি থেকে এখনও পর্যন্ত ২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ভূমিধসে আরও কয়েকজন এখনো নিচে আটকা পড়ে আছেন।
সারাবাংলা/ইআ