‘২৫ বছরেও এগুতে পারেনি বাংলাদেশ’
২৯ মে ২০২৪ ০৮:৪২ | আপডেট: ৩০ মে ২০২৪ ১৩:৪৪
স্বল্প সময়ের জন্য বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি, ছিলেন অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বেও। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে যোগ দিয়ে সেই বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেই স্টুয়ার্ট ল’ দেখিয়েছেন চমক। টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে ল’ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গত ২৫ বছরে একটুও এগুতে পারেনি বাংলাদেশ।
২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ শুরুর পর কখনোই নকআউট পর্বে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। এবার বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর প্রশ্ন জেগেছে মূল পর্বে পাওয়া সাফল্যের আশা নিয়েও। টি-২০ ফরম্যাটে বরাবরই হতাশাজনক পারফরম্যান্স দেওয়া বাংলাদেশ এবারে বিশ্বকাপে কতদূর এগুতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।
স্টুয়ার্ট ল’ বলছেন, গত ২৫ বছরে এক জায়গায় থেমে আছে বাংলাদেশের ক্রিকেট, ‘বাংলাদেশ গত ২৫ বছরে এগুতে পারেনি। তারা এত বছর যা করেছে সেটা কাজে লাগেনি। ভালো পারফর্ম করার জন্য যা করতে হয় সেই পরিকল্পনা বের করতে হবে তাদের। আমার মনে হয় এখন নতুন করে ভেবে দেখার সময় এসেছে। ভিন্ন কিছু করে সামনের দিকে এগুতে হবে।’
কাঠামোগত উন্নতির দিকে বিশেষ নজর দিতে বললেন ল, ‘আমি বলছি না বর্তমান ম্যানেজমেন্টকে সরে দাঁড়ায়ে হবে। কিন্তু তাদের অনেক কিছুই নতুন করে ভেবে দেখার সুযোগ রয়েছে। বাংলাদেশ যদি ১২ থেকে ১৬ বছরের ক্রিকেটারদের নিয়ে কাজ করে, তাদের ভালো ফিটনেস, ডায়েট, অনুশীলন ইত্যাদির ব্যবস্থা করে, তাহলে বিশ্ব একটি দুর্দান্ত বাংলাদেশ দল দেখতে পারবে।’
সারাবাংলা/এফএম