Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২৫ বছরেও এগুতে পারেনি বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৪ ০৮:৪২ | আপডেট: ৩০ মে ২০২৪ ১৩:৪৪

বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতিতে হতাশ স্টুয়ার্ট ল

স্বল্প সময়ের জন্য বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি, ছিলেন অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বেও। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে যোগ দিয়ে সেই বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেই স্টুয়ার্ট ল’ দেখিয়েছেন চমক। টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে ল’ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গত ২৫ বছরে একটুও এগুতে পারেনি বাংলাদেশ।

২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ শুরুর পর কখনোই নকআউট পর্বে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। এবার বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর প্রশ্ন জেগেছে মূল পর্বে পাওয়া সাফল্যের আশা নিয়েও। টি-২০ ফরম্যাটে বরাবরই হতাশাজনক পারফরম্যান্স দেওয়া বাংলাদেশ এবারে বিশ্বকাপে কতদূর এগুতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।

বিজ্ঞাপন

স্টুয়ার্ট ল’ বলছেন, গত ২৫ বছরে এক জায়গায় থেমে আছে বাংলাদেশের ক্রিকেট, ‘বাংলাদেশ গত ২৫ বছরে এগুতে পারেনি। তারা এত বছর যা করেছে সেটা কাজে লাগেনি। ভালো পারফর্ম করার জন্য যা করতে হয় সেই পরিকল্পনা বের করতে হবে তাদের। আমার মনে হয় এখন নতুন করে ভেবে দেখার সময় এসেছে। ভিন্ন কিছু করে সামনের দিকে এগুতে হবে।’

কাঠামোগত উন্নতির দিকে বিশেষ নজর দিতে বললেন ল, ‘আমি বলছি না বর্তমান ম্যানেজমেন্টকে সরে দাঁড়ায়ে হবে। কিন্তু তাদের অনেক কিছুই নতুন করে ভেবে দেখার সুযোগ রয়েছে। বাংলাদেশ যদি ১২ থেকে ১৬ বছরের ক্রিকেটারদের নিয়ে কাজ করে, তাদের ভালো ফিটনেস, ডায়েট, অনুশীলন ইত্যাদির ব্যবস্থা করে, তাহলে বিশ্ব একটি দুর্দান্ত বাংলাদেশ দল দেখতে পারবে।’

সারাবাংলা/এফএম

টপ নিউজ টি-২০ বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ ক্রিকেট

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর