Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক ছাত্রদল নেতা মুস্তাফিজুরকে তুলে নেওয়ার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৪ ০০:৫১ | আপডেট: ২৯ মে ২০২৪ ১২:৫৮

কল্যাণপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে মুস্তাফিজুর রহমানকে (ছবিতে গোল চিহ্নিত) তুলে নেওয়ার অভিযোগ করেছে ছাত্রদল। ছবি: সংগৃহীত

ঢাকা: ছাত্রদলের সাবেক নেতা মুস্তাফিজুর রহমানকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ছাত্রদল নেতা মো. রানা হামিদ গণমাধ্যমের কাছে এ অভিযোগ করেছেন।

রানা হামিদের অভিযোগ, মঙ্গলবার (২৮ মে) রাত ১০টার দিকে রাজধানীর কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে সাদা পোশাক পরিহিত কয়েকজন ডিবি পরিচয় দিয়ে মুস্তাফিজুরকে তুলে নিয়ে যান।

মুস্তাফিজুর রহমান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ২০১৯ সালের নির্বাচনের সহসভাপতি (ভিপি) প্রার্থী ছিলেন তিনি।

রানা হামিদ বলেন, ঢাকা মেট্রো-চ (গাড়ি নম্বর ৫১-৬২৫০) গাড়িতে করে ডিবি পরিচয়ে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে রাত ১০টার দিকে মোস্তাফিজুর রহমানকে তুলে নিয়ে গেছে।

সারাবাংলা/এজেড/টিআর

ছাত্রদল নেতা টপ নিউজ ডিবি তুলে নেওয়ার অভিযোগ সাবেক ছাত্রদল নেতা