Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৪ ২৩:৩২

ঢাকা: রাজধানীর ডেমরায় একটি গ্যারেজে রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে এরশাদ (২৭) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডগাইর বাজার মাজার রোডে মাহবুবের গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

এরশাদের সহকর্মী মো. রুবেল জানান, মাহবুবের গ্যারেজের রিকশা চালান তারা। সন্ধ্যায় কাজ শেষে রিকশা নিয়ে গ্যারেজে ফেরেন এরশাদ। এর পর রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এর পর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সোমবার (২৭ মে) রাতভর বৃষ্টির কারণে রিকশার গ্যারেজটিতে পানি জমে ছিল। সেই পানির মধ্যেই রিকশাটি রেখে ব্যাটারি চার্জ দিচ্ছিলেন এরশাদ। তখনই দুর্ঘটনাটি ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ডেমরা থেকে ওই রিকশাচালককে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এদিকে, এরশাদের স্ত্রী হালিমা আক্তার জানান, তাদের বাড়ির শেরপুর সদর উপজেলায়। পরিবার নিয়ে ডগাইর মাজার রোডের একটি বাড়িতে ভাড়া থাকেন তারা। এরশাদ ভাড়ায় রিকশা চালাতেন।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

চালক ব্যাটারি চার্জ মৃত্যু রিকশা

বিজ্ঞাপন

‘মানুষ অবদান মনে রাখে না’
২২ জানুয়ারি ২০২৫ ১৬:২৬

আরো

সম্পর্কিত খবর