Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশ আর রাষ্ট্র নেই, পৈত্রিক জমিদারিতে পরিণত হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৪ ২৩:০৬ | আপডেট: ২৮ মে ২০২৪ ২৩:৪৬

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ আর কোনো রাষ্ট্র নেই। এটি পৈত্রিক সম্পত্তি-জমিদারিতে পরিণত হয়েছে। তারা (সরকার) যা ইচ্ছা তাই করে যাচ্ছে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব যাদের ওপর ছিল, তারা সবার আগে নষ্ট হয়ে গেছে। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, তারা সবকিছু ধ্বংস করে দিচ্ছে।

মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ এফ এম সোলায়মান চৌধুরীর লেখা ‘ফেনীতে ৩২১ দিন, জেলা প্রশাসক হিসেবে আমার অভিজ্ঞতা’র মোড়ক উন্মোচন উপলক্ষ্যে প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সত্যিকার অর্থে একটি কল্যাণমূলক রাষ্ট্র দেখতে চাই। সে কারণে বিএনপি কম ত্যাগ স্বীকার করেনি। বিএনপির নেত্রী গণতন্ত্রের লড়াইয়ের জন্য কারাগারে বন্দি। আমাদের ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা। সপ্তাহে প্রায় প্রতিদিন আমাদের নেতা-কর্মীদের আদালতে হাজির হতে হচ্ছে। গত দেড়-দুই বছরে আমাদের প্রায় ২২ জন নেতা-কর্মীকে রাস্তায় পুলিশের সঙ্গে যুদ্ধ করে প্রাণ দিতে হয়েছে। আমাদের ৭০০ এর বেশি নেতা-কর্মী গুম হয়ে গেছে। তারপরও আমরা হাল ছেড়ে দিইনি। আমরা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য লড়াই-সংগ্রাম করছি।’

তিনি বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আবার দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা নিয়ে আসা হলো, তখন আমরা এর বিরোধিতা করেছি, প্রচুর আন্দোলন করেছি। আমরা এত প্রতিকূলতা, এত বৈরি অবস্থা, এত যন্ত্রণার পরও চেষ্টা করছি মাথা উঁচু করে দাঁড়ানোর। আমরা চেষ্টা করছি মানুষের সমস্যাগুলোকে সমানে নিয়ে আসার।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘আমরা রাজনীতির খুব কঠিন সময়ে অবস্থান করছি। এত কঠিন সময় মনে হয় বাংলাদেশের ইতিহাসে আর কখনও আসেনি। আমরা যারা সত্যিকার অর্থে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করি, তাদের একটি কথা মনে রাখতে হবে, আমরা রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি।’

‘ফেনীতে ৩২১ দিন, জেলা প্রশাসক হিসেবে আমার অভিজ্ঞতা’ বই সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘সোলায়মান চৌধুরী সাহেব তার যে সাহসের বর্ণনা বইতে দিয়েছেন, এটি নিঃসন্দেহে আমাদের অনুপ্রাণিত করবে। বিশেষ করে সৎ-দায়িত্বশীল আমলাদের অনুপ্রাণিত করবে।’

এ এফ এম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে প্রকাশনা উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. মাহবুব উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কবি আব্দুল হাই সিকদার, সূচীপত্র প্রকাশনীর স্বত্বাধিকারী সাঈদ বারী প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর