বিদ্যুৎ ফিরে পেয়েছে পল্লী বিদ্যুতের ৮০% গ্রাহক
২৮ মে ২০২৪ ২২:৪২ | আপডেট: ২৯ মে ২০২৪ ০৩:২৬
ঢাকা: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের বিচ্ছিন্ন হওয়া ৮০ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ পুনঃসংযোগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
রিমালের তাণ্ডবে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৩ কোটি ৩ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার ভেতর ২ কোটি ৪২ লাখ গ্রাহকের বিদ্যুৎ পুনঃসংযোগ প্রদান করা হয়। রাত ১০টার মধ্যে ৮৫% শতাংশ পুনঃসংযোগের কাজ শেষ হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বুধবার সকালের মধ্যে ৯০% গ্রাহকের বিদ্যুৎ পুনঃসংযোগ সম্পন্ন হবে বলে আশা করা যায়।
বাকি গ্রাহকদের সার্ভিস ড্রপ ও মিটার বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে বলে তাদের বিষয়ে পরে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সারাবাংলা/জেআর/একে