Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ টাকা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৪ ২১:৫১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়ায় এক যুবককে ছুরিকাঘাতে খুনের করার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, দোকানের বাকি টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে ওই যুবককে খুন করা হয়।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হক (৩৩) একই ইউনিয়নের বদি আলমের ছেলে।

এ ঘটনায় মাহমুদের বড় ভাই জিয়াবুল হক গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়দের বরাত দিয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার সারাবাংলাকে জানান, নিহত মাহমুদুল একটি মাছের খাদ্যের কারখানায় সহকারী হিসেবে কাজ করতেন। কিছুদিন আগে মাহমুদুল স্থানীয় একটি চায়ের দোকানে নাস্তা খেয়ে ১৭ টাকা পরিশোধ না করে চলে যান। এটা নিয়ে চা দোকানদার ফেরদৌস ও মাহমুদুলের সঙ্গে কয়েকবার বাকবিতণ্ডা হয়।

আজ (মঙ্গলবার) দুপুরে মাহমুদুল মিঠার দোকান এলাকায় গেলে ওই দোকানির ছেলেসহ আরও কয়েকজন তার ওপর হামলা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাহমুদকে বাঁচাতে গিয়ে তার বড় ভাইও আহত হয়েছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/আইসি/পিটিএম

খুন ছুরিকাঘাত

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর