কাপ্তাই জাতীয় উদ্যানে ‘বেঙ্গল স্লো লরিস’ অবমুক্ত
২৮ মে ২০২৪ ১৯:৩১ | আপডেট: ২৮ মে ২০২৪ ২০:১৪
রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর হিসেবে পরিচিত ‘বেঙ্গল স্লো লরিস’ প্রজাতির একটি বানর অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহিউদ্দিন চৌধুরীসহ বনকর্মীরা কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানরটি অবমুক্ত করেন।
এর আগে সোমবার (২৭ মে) রাঙ্গামাটি সদর উপজেলার নাড়াইছড়ি ভিটেপাড়া এলাকা থেকে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের ফুলগাজী রেঞ্জ কর্মকর্তা বাবুরাম চাকমা ও সদর রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল হামিদসহ বন বিভাগের সদস্যরা বানরটি উদ্ধার করেন।
এর আগে গত ১৭ মে রাতে রাঙ্গামাটির লংগদু উপজেলার কাচালং সংরক্ষিত বনের অধীন রাঙ্গিপাড়া সংরক্ষিত বনে আরও কিছু লজ্জাবতী বানর অবমুক্ত করেছিল পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগে পাবলাখালী রেঞ্জ।
সারাবাংলা/টিআর
কাপ্তাই জাতীয় উদ্যান বেঙ্গল স্লো লরিস রাঙ্গামাটি লজ্জাবতী বানর