Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে নতুন করে কর আরোপ না করার আহ্বান ডিএসই‘র

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৪ ১৮:০৮

ঢাকা: পুঁজিবাজারে ক্রান্তিকাল অতিক্রম করছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ওপর নতুন করে করের বোঝা না চাপানোর অনুরোধ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সেইসঙ্গে আগামী অর্থবছরের (২০২৪-২৫) বাজেটে ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ না করা এবং তালিকাভুক্ত ও তালিকাবর্হিভুত কোম্পানির করপোরেট করের ব্যবধান বাড়ানোর দাবি জানানো হয়।

মঙ্গলবার (২৮ মে) ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ডিএসইর চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসান বাবু। এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক রিচার্ড ডি রোজারিও, শরীফ আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্বিক আহমেদ শাহ, জিএম মো. সামিউল ইসলাম ও মোহাম্মদ আসাদুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

ডিএসইর চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, ‘বিভিন্ন প্রেক্ষাপটে আস্থার সংকট তৈরি হয়েছে। করোনাকালীন একটা প্রেক্ষাপট তৈরি হয়। পরবর্তী সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সার্বিকভাবে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা তার প্রভাব বাংলাদেশের পুঁজিবাজারে পড়েছে। বর্তমানে দেশের পুঁজিবাজার ক্রান্তিকাল অতিক্রম করছে। এ পরিস্থিতিতে ইনসেনটিভ না দিয়ে নতুন করের বোঝা চাপিয়ে বাজারের ওপর একটি নেগেটিভ মনোভাব সৃষ্টির প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। বাজার যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সে সময় সরকার বা এনবিআর আমাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নিতে পারে।’

ডিএসই চেয়ারম্যান বলেন, ‘স্টক এক্সচেঞ্জের সদস্যদের মাধ্যমে পরিচালিত সিকিউরিটিজ লেনদেনের মূল্য পরিশোধকালে ০.০৫ হারে কর সংগ্রহ করে। এ করের হার আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলনের সঙ্গে সামঞ্জস্য রেখে এ কর কর্তনের হার কমানো প্রয়োজন। বর্তমান বাজার পরিস্থিতি এবং করোনা মহামারির প্রভাব বিবেচনা করে এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে এ ধরনের করের হার ০.০৫ শতাংশ থেকে কমিয়ে ০.০১৫ শতাংশ করা যেতে পারে।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, লেনদেন মূল্যের উপর টিডিএস’র হার ০.০৫ শতাংশ থেকে হ্রাস করে ০.০২০ শতাংশ করা যেতে পারে। উৎসে লভ্যাংশ আয়ের উপর কর সম্পূর্ণ এবং চূড়ান্ত নিষ্পত্তি হিসাবে বিবেচনা করা এবং লভ্যাংশ পাওয়ার প্রথম ৫০ হাজার টাকা পর্যন্ত কর ছাড় দেওয়া যেতে পারে। এ ছাড়া,
তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর হার কমাতে হবে। বর্তমানে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সঙ্গে অ-তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হারে ৭.৫ শতাংশ ব্যবধান রয়েছে। এই ব্যবধান বাড়িয়ে ১০ থেকে সাড়ে ১২ শতাংশ করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

সারাবাংলা/জিএস/পিটিএম

কর পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর