রাঙ্গামাটিতে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
২৮ মে ২০২৪ ১৪:৩৯ | আপডেট: ২৮ মে ২০২৪ ১৫:২৫
রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে ষষ্ঠ শ্রেনিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একইসঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ মে ) সকাল ১১টায় রাঙ্গামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মো. মোজাম্মেল হক (৪০) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মনেয়াবাদ গ্রামের মৃত আতাউল হমের ছেলে। তবে তিনি রাঙ্গামাটি জেলা শহরের রিজার্ভ বাজার পুরান বস্তি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২১ মার্চ দুপুরে আসামি মো. মোজাম্মেল হকের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ভিকটিমকে পেঁয়াজ কেটে দেওয়ার জন্য তার ঘরে ডেকে নেন। পরে ভিকটিমকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন মোজাম্মেল। পরে ভিকটিমের মা মেয়েকে না পেয়ে খুঁজতে খুঁজতে মোজাম্মেলের ঘরের বাইরে দাঁড়িয়ে তাকে দরজা খুলতে বলেন।
কিন্তু মোজাম্মেল কোনো সাড়া না দিলে মেয়ের মা স্থানীয়দের ডেকে এনে দরজা ভেঙ্গে তাকে আটক করেন। এরপর তাকে রাঙ্গামাটির কোতোয়ালি থানার পুলিশ সোপর্দ করেন এবং মামলা দায়ের করেন। এই মামলায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রায়ের আদেশে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছাড়াও শিশুটির পরিবারকে ৯০ দিনের মধ্যে এক লাখ ক্ষতিপূরণ দিতে আদেশ দিয়েছেন। এই সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে আসামির স্থাবর, অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের মাধ্যমে টাকা পরিশোধের ব্যবস্থা নিতে জেলাপ্রশাসক দায়িত্ব দেওয়া হয়।
রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি। এই রায়ের মাধ্যমে সমাজে এ ধরনের অপরাধ কমে আসবে বলে আমি মনে করি।
সারাবাংলা/ইআ