Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে খাল থেকে ২ লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৪ ২০:৩৮ | আপডেট: ২৮ মে ২০২৪ ০১:২২

চট্টগ্রাম ব্যুরো : ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বর্ষণের মধ্যে চট্টগ্রামে খাল থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ মে) দুপুরে নগরীর আছাদগঞ্জে চাক্তাই খালে এবং বোয়ালখালী উপজেলায় ছন্দারিয়া খাল থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর সারাবাংলাকে জানান, বিকেল আনুমানিক ৩টার দিকে নগরীর আছাদগঞ্জের শুটকিপট্টির পেছনে কর্ণফুলী নদীর মোহনায় চাক্তাই খাল থেকে এক যুবককে উদ্ধার করে স্থানীয়রা। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাউন্সিলর বলেন, ‘খালের শুটকিপট্টির পেছনের অংশ এক সপ্তাহ আগেও ময়লা-আবর্জনায় ভরা ছিল। আমরা সেটা পরিষ্কার করেছি। বৃষ্টি এবং জোয়ারের কারণে পানির তীব্র স্রোত ছিল। দূর থেকে শুটকিপট্টির কয়েকজন তাকে পড়ে গিয়ে তলিয়ে যেতে দেখে। এ সময় কয়েক যুবক খালে নেমে দ্রুততার সঙ্গে তাকে তীরে তুলে আনে। চাক্তাই খালের তীরে ছেলেটি কেন গিয়েছিল, সেটা কেউ জানে না। ছেলেটিকে কেউ চিনতেও পারছে না।’

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ওবায়দুল হক সারাবাংলাকে বলেন, ‘যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। পরনে সাদা গেঞ্জি ও জিনসের প্যান্ট ছিল। সন্ধ্যা ৭টার দিকে আমরা খবর পেয়ে হাসপাতালে যাই। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি।’

এদিকে, সোমবার দুপুর আড়াইটার দিকে বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় ছন্দারিয়া খালে ভেসে আসা মনসুল আলম (৬০) নামে একজনের লাশ উদ্ধার করে স্থানীয়রা। মৃত মনসুর আলমের বাড়ি ওই ইউনিয়নে।

বিজ্ঞাপন

বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আমরা তথ্য পেয়েছি, বৃষ্টির মধ্যে সকালে তিনি খালে মাছ ধরতে বের হয়েছিলেন। দুপুরে উনার লাশ ভেসে আসে। স্থানীয়রা উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, জাল ফেলার পর টেনে তুলতে গিয়ে তিনি খালে পড়ে গিয়ে মারা গেছেন।’

সারাবাংলা/আরডি/পিটিএম

খাল চট্টগ্রাম টপ নিউজ লাশ উদ্ধার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর