Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৪ ১৮:৩৪

ফাইল ছবি

যশোর: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পাঁচজন।

সোমবার (২৭ মে) সকালে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বাসের যাত্রী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আছান আলীর ছেলে হাশেম আলী (৪০), বাসের সুপারভাইজার ঢাকার জুরাইন শ্যামপুর এলাকার নাসিরুদ্দিনের ছেলে তৌফিকুর রহমান (২৪) ও যশোর শহরের নীলগঞ্জ তাতিপাড়া এলাকার সন্তোষ কুমার সাহার ছেলে প্রফুল্ল কুমার সাহা (৬০)।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন ও আহতরা জানান, সকাল ৮টার দিকে চট্রগ্রাম থেকে সাতক্ষীরার কালীগঞ্জগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। বিকট শব্দ পেয়ে তারা বাইরে এসে বাসে যাত্রীদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের নিচ থেকে নিহত দুইজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। এ দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এছাড়া যশোর শহরতলীর ঝুমঝুমপুর বিজিবি হেডকোয়ার্টারের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দুটি দুর্ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ যশোর

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর