Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে শ্যালিকা হত্যা মামলায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৪ ১৫:১১

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে শ্যালিকা হত্যা মামলায় আব্দুল্লাহ শুভ নামে এক দুলাভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৭ মে) সকালে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল্লাহ শুভ কুমিল্লা সদর উপজেলার শিশপুর এলাকার আবুল বাসারের ছেলে।

দিনাজপুরের কোর্ট পুলিশ পরিদর্শক লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে আব্দুল্লার সঙ্গে তার স্ত্রী ফাতেমা সানিয়ার তালাক হয়ে যায়। ২০১৮ সালে ২৯ জানুয়ারি পার্বতীপুর উপজেলার শ্যালিকা মর্জিনা আক্তারের বাসায় যায় আব্দুল্লাহ। সেখানে গিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে চাকু দিয়ে ফাতেমাকে আঘাত করে আব্দুল্লাহ। এ সময় শ্যালিকা মর্জিনা এগিয়ে এলে তাকেও আঘাত করে। গুরুতর আহত ফাতেমা ও মর্জিনাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মর্জিনাকে মৃত বলে ঘোষণা করে। পরে স্থানীয়রা আব্দুল্লাহকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

কোট পুলিশ পরিদর্শক লিয়াকত আলী জানান, আদালতের আদেশের পর দণ্ডপ্রাপ্ত আসামিকে হাজতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ দিনাজপুর মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর