Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে ২০২৪ ১২:৫৯ | আপডেট: ২৭ মে ২০২৪ ১৫:০৯

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের আঘাতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ। রোববার (২৬ মে) টেক্সাস, আরকানসাস এবং ওকলাহোমাসহ মধ্যাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শুধু টেক্সাসেই মারা গেছেন সাতজন। এছাড়া ওকলাহোমা, টেক্সাস এবং আরকানসাসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। টেক্সাস অঙ্গরাজ্যে হতাহতের পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ২০ হাজার মানুষ। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অবকাঠামো, উপড়ে গেছে গাছপালা। বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট। ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি।

বিজ্ঞাপন

ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। দুর্যোগকালীন সতর্কতার আওতায় রয়েছে দেশটির শতাধিক কাউন্টি। প্রেসিডেন্ট জো বাইডেনকে ঝড়ের বিষয়ে অবহিত করা হয়েছে।

টেক্সাসে অন্তত শতাধিক মানুষ আহতসহ ২০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩৫ কিলোমিটার গতি নিয়ে ঝড়টি ওই এলাকায় আঘাত হানে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে ঝড়ের তাণ্ডবে আরকানসাসে পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে ২৬ বছর বয়সী এক নারীর মরদেহ ভেঙে পড়া একটি বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ যুক্তরাষ্ট্র শক্তিশালী ঝড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর