Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সার ভবিষ্যৎ কোচকে ‘সতর্ক’ করে বিদায় নিলেন জাভি

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২৪ ১১:০৪ | আপডেট: ২৭ মে ২০২৪ ১৩:৫২

বার্সার হয়ে শেষবারের মতো ডাগআউটে ছিলেন জাভি

চরম নাটকীয়ভাবেই শেষ হয়েছে তার বার্সেলোনা অধ্যায়। বিদায় বলার সিদ্ধান্তের পর ক্লাবের অনুরোধে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বার্সা কোচ জাভি। সেই ক্লাব ম্যানেজমেন্টই মৌসুম শেষে তাকে বরখাস্ত করেছে। বার্সার হয়ে শেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষে জয় দিয়েই বিদায় বললেন জাভি। বিদায় বেলায় জাভি বলছেন, বার্সার কোচ হওয়া খুবই কঠিন কাজ। ভবিষ্যতে যিনি তার দায়িত্বে আসবেন তাকেও খানিকটা সতর্কবার্তাই দিয়ে গেলেন এই বার্সা কিংবদন্তি।

বিজ্ঞাপন

এই বছরের জানুয়ারিতে জাভি নিজেই জানিয়েছিলেন, মৌসুম শেষে আর বার্সার কোচের দায়িত্বে থাকছেন না তিনি। তবে গত মাসে ক্লাব কর্তৃপক্ষের অনুরোধে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে এর কিছুদিনের মাঝেই ক্লাবের আর্থিক সংকট নিয়ে কথা বলায় তার উপর বেজায় চটেছেন ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তা। সেই জেরেই জাভিকে বরখাস্ত করা হয়েছে।

সেভিয়ার বিপক্ষে নিজের শেষ ম্যাচে ২-১ গোলের জয় দিয়ে বিদায় বলেছেন জাভি। জাভি বিদায় বেলায় জানালেন, বার্সার কোচের পদে থাকাটা এখন বেশ কঠিন হয়ে গেছে, ‘সামনে যেই বার্সার কোচ হবেন, তার জানতে হবে এই ক্লাবের কোচ হওয়াটা এখন বেশ কঠিন কাজ। তার উপরে যোগ হয়েছে ক্লাবের আর্থিক সংকট ও লা লিগায় কিছু নিয়ম। এটা নতুন কোচের জন্য মোটেও সহজ হবে না। সবাইকে ধৈর্য রাখতে হবে। শুধু জয়ই পারে এই সংকট থেকে বার্সাকে উতরে দিতে।’

বার্সায় তার কাজকে যথার্থ সম্মান দেওয়া হয়নি বলেই ইঙ্গিত দিলেন জাভি, ‘আমি যে পরিস্থিতিতে ক্লাবে যোগ দিয়েছিলাম সেটা খুব খারাপ মুহূর্ত ছিল। এরপর আমরা যা অর্জন করেছি সেটার মূল্য আসলে সেভাবে দেওয়া হয়নি। আমি ২০২১ সালে যখন আসি তখন বার্সা ৯ম স্থানে। মৌসুম শেষে আমরা রানার্সআপ হয়েছি। পরের মৌসুমে আমরা লা লিগা ও সুপারকোপা জিতেছি। এই মৌসুমে আমরা বেশ কিছু ম্যাচে খারাপ করায় ফলাফল পক্ষে আসেনি। কোচ হিসেবে এটা কষ্টদায়ক বটে, কিন্তু এটাই কোচের কাজ।’

বরখাস্ত হওয়া নিয়ে আফসোস নেই জাভির, ‘ক্লাব প্রেসিডেন্ট তার সিদ্ধান্ত নিয়েছেন। এখানে আমার বলার কিছুই নেই। ক্লাব সবার চেয়ে ঊর্ধ্বে। আমি মনে করি সবকিছুর পরেও বার্সা সঠিক পথে আছে। আমি আমার আড়াই বছরের অর্জনে খুশি। আমরা বেশ কয়েকটা ট্রফিও জিতেছি। তবে ক্লাব সংকটে আছে, এটা বাস্তব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

জাভি টপ নিউজ বার্সেলোনা লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর