Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিছু পত্রিকায় বলা হয় গভর্নর দায়িত্বজ্ঞানহীন: অর্থমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৪ ১৭:৩৭

ঢাকা : পৃথিবীতে কোথাও সাংবাদিকদের কেন্দ্রীয় ব্যাংকে ঢুকতে দেওয়া হয় কি না এমন প্রশ্ন তুলে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘গভর্নর তো আলাদা কিছু না, গভর্নর গোটা সরকারেরই একটা অংশ। এর আগে তিনি অর্থসচিব ছিলেন। কিছু পত্রিকায় বলা হয় উনি দায়িত্বজ্ঞানহীন, ওনার কোনো আইডিয়া নাই! এমনি এমনিই অর্থসচিব হয়েছেন। এখন তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর।’

রোববার (২৬ মে) দুপুরে সচিবালয়ে আইএমএফের নির্বাহী পরিচালক ড. কৃষ্ণমূর্তি ভি সুব্রামানিয়ানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সাংবাদিকরা কি আর বাংলাদেশ ব্যাংককে ঢুকতে পারবেন না? এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সেটা তো আমি বলতে পারব না।’

অন্য দেশে যে কোনো তথ্য ওয়েবসাইটে দেওয়া হয়। আমরা তো সেসব দেশের নাগরিক না, তাহলে সেখানকার রেফারেন্স কেন দেওয়া হয় জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।

সারাবাংলা/জিএস/একে

অর্থমন্ত্রী আবুল হাসান গভর্নর বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর