Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৪ ১৫:৪৩ | আপডেট: ২৬ মে ২০২৪ ১৮:২৯

ঢাকা: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২৬ মে) সকাল সাড়ে ৯টা থেকে এ রুটে সবধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিএ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পরিস্থিতি স্বাভাবিক হলে ফের লঞ্চ চলাচল শুরু হবে। তবে এ রুটে এখনো ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। লঞ্চ বন্ধ থাকার কারণে বিকল্প বাহন হিসেবে যাত্রীদের ফেরিতে যাওয়ার অনুরোধ করছে ঘাট কর্তৃপক্ষ।

পরিস্থিতি বিবেচনায় যে কোনো মুহূর্তে ফেরি চলাচলও বন্ধ হতে পারে বলে জানিয়েছে বিআইডাব্লিউ।

সারাবাংলা/জেআর/একে

ঘূর্ণিঝড় টপ নিউজ রেমাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর