এক ম্যাচে ৬ দেশের ৬ জনকে আউট করলেন মোস্তাফিজ!
২৬ মে ২০২৪ ১২:৩৯ | আপডেট: ২৬ মে ২০২৪ ১৬:২৩
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে তেমন জ্বলে উঠতে পারেননি তিনি। তবে সিরিজের শেষ ম্যাচে অবিশ্বাস্য এক বোলিং ফিগারে দেশের হয়ে নতুন রেকর্ড গড়েছেন মোস্তাফিজুর রহমান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৯ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন মোস্তাফিজ।
একইসাথে এই ৬ উইকেট নিয়ে আরেকটি মজার কীর্তিও করেছেন বাঁহাতি পেসার। তার বলে আউট হওয়া যুক্তরাষ্ট্র একাদশের ৬ ক্রিকেটার আসলে ৬ দেশের!
গত রাতের ম্যাচে মোস্তাফিজ ৪ ওভার বল করে ৯ রানে নিয়েছেন ৬টি উইকেট। টি-২০ তে বাংলাদেশের হয়ে এটিই সেরা বোলিং ফিগার। তার পাওয়া উইকেটের মাঝে আছেন শায়ান জাহাঙ্গির। যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটার মূলত পাকিস্তান বংশোদ্ভূত। এছাড়া নিতিশ কুমারকে আউট করেছেন মোস্তাফিজ। নিতিশ মূলত কানাডিয়ান।
শ্যাডলি ভ্যান শাকওয়েকের উইকেটও নিয়েছেন মোস্তাফিজ। শাকওয়েক দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ক্রিকেটার। মোস্তাফিজ ফিরিয়েছেন কোরি অ্যান্ডারসনকে। অ্যান্ডারসনের জন্ম নিউজিল্যান্ডে, খেলেছেন কিউই জাতীয় দলেও। মোস্তাফিজের বলে আউট হওয়া জাসদিপ সিং জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক।
এছাড়া মোস্তাফিজের ষষ্ঠ উইকেট নিসর্গ প্যাটেল। প্যাটেল একজন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার।
সারাবাংলা/এফএম