Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৪ ১১:১১ | আপডেট: ২৬ মে ২০২৪ ১১:১৩

চাঁদপুর: ঘূর্ণিঝড় রেমালের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চাঁদপুর থেকে ঢাকাসহ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় চাঁদপুরে ৩৫৩টি আশ্রয় কেন্দ্র ও ৯টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

রোববার (২৬ মে) সকালে চাঁদপুর জেলা বন্দর কর্মকর্তা মো. নাহিয়ান হোসেন এসব তথ্য জানান।

মো. নাহিয়ান হোসেন, আসন্ন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নৌপথ উত্তাল হওয়ায় জানমালের নিরাপত্তার স্বার্থে রোববার রাত ১২টা থেকে ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জ, ঢাকা-চাঁদপুর ভায়া শরীয়তপুর, মজু চৌধুরীর হাট (লক্ষ্মীপুর) থেকে ইলিশাঘাট (ভোলা) নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব রুটে নৌযান বন্ধ থাকবে।

জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা জানান, জেলার চরাঞ্চলে চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উত্তর উপজেলার দুটি করে মোট ছয়টি ইউনিয়ন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এসব ইউনিয়নে বাসিন্দাদের ঘূর্ণিঝড় মোকাবিলায় সতর্কতার জন্য মাইকিং করা হচ্ছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলো নিরাপদে থাকতে বলা রয়েছে।

সারাবাংলা/ইআ

চাঁদপুর লঞ্চ চলাচল বন্ধ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর