Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ হারের আফসোস কাটছে না তামিমের

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৪ ০৮:৩৩ | আপডেট: ২৬ মে ২০২৪ ১০:৪৫

শেষ ম্যাচে জিতলেও সিরিজ হারের আক্ষেপ তামিমের

বিশ্বকাপের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে নেমেছিলেন তারা। তবে বিশ্বকাপের প্রস্তুতিটা যে এভাবে হবে, সেটা হয়তো কেউ ভাবেননি। প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। লজ্জার এই দুই হারের পর শেষ ম্যাচে ১০ উইকেটের দাপুটে জয়ে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। ম্যাচে হাফ সেঞ্চুরি করে দলকে সহজ জয় এনে দেওয়া ওপেনার তানজিদ তামিম বলছেন, সিরিজ হারের আফসোসটা কাটিয়ে উঠতে পারছে না দল।

বিজ্ঞাপন

প্রথম দুই ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার দুই পরাজয় বরণ করে নিয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে চোখ রাঙাচ্ছিল হোয়াইটওয়াশও। তবে মোস্তাফিজের রেকর্ড গড়া বোলিং ও দুই ওপেনার তামিম-সৌম্যের শতরানের জুটিতে আশার আলো দেখিয়েই সিরিজ শেষ করেছে বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম জানালেন, প্রথম দুই ম্যাচে পরিকল্পনা কাজে লাগাতে পারেনি দল, ‘ভ্রমণ ক্লান্তি কিংবা বেশি খেলা আসলে অজুহাত নয়। আমরা পর্যাপ্ত বিশ্রাম পেয়েছি। অনুশীলনের সুযোগ পেয়েছি, করেছিও। প্রথম দুই ম্যাচে আসলে আমরা পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারিনি। আজকের ম্যাচে সবাই নিজেদের পরিকল্পনার জায়গায় ঠিক ছিল। এজন্যই এমন জয় এসেছে।’

সিরিজ হেরে পুরো দল যারপরনাই হতাশ ছিল বলেই স্বীকার করলেন তামিম, ‘আসলে হারলে তো সবারই খারাপ লাগে। সিরিজ হারের পর সবার মন খারাপ ছিল। আমরা আলোচনায় বসেছিলাম কোথায় আসলে ভুলটা হচ্ছে। সবাওই শান্ত ছিলাম। একটাই চেষ্টা ছিল কীভাবে পরিকল্পনাগুলো কাজে লাগানো যায়। সেটা আমরা অবশেষে করতে পেরেছি।’

শেষ ম্যাচে বড় জয় বিশ্বকাপের প্রস্তুতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেই বিশ্বাস তামিমের, ‘আমরা একটা প্রস্তুতির মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে বড় একটা টুর্নামেন্ট। হার-জিত দুইয়ের মাধ্যমেই প্রস্তুতি রাখা ভালো। ইতিবাচক-নেতিবাচক দুই প্রভাব নিয়েই আমরা বিশ্বকাপে যাচ্ছি।’

সারাবাংলা/এফএম

টপ নিউজ তানজিদ তামিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর