Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজিজ-বেনজীরদের অপরাধী বানালো কার— প্রশ্ন গয়েশ্বরের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৪ ২৩:৫১

ঢাকা: সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, পুলিশ প্রধান বেনজীর আহমেদ ও সংসদ সদস্য আনারকে অপরাধী বানাল কারা?— এ প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের।

শনিবার (২৫ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ আলোচনা সভা আয়োজন করে।

বিজ্ঞাপন

‘অপরাধ করলে কেউ পারবে না’— ওবায়দুল কাদের এমন বক্তব্যের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সাবেক দুই প্রধান আজিজ আহমেদ, বেনজীর আহমেদ ও আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা নিয়ে আমরা মনে হয় অনেকে তুষ্টিতে আছি। এই যে বেনজীর আহমেদের সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার পর আজিজ আহমেদ সরকারের ওপর দায় চাপিয়েছে বলে শুনেছি এবং ওবায়দুল কাদের বলেছেন, ‘অপরাধীকে শাস্তি পেতেই হবে।’

‘এই অবস্থায় আমার প্রশ্ন- তাদের অপরাধী বানালো কারা? এই যে বিনা ভোটে নির্বাচন, ১৫৩ জন বিনাভোটে এমপি এবং দিনের ভোট রাতে হল— এখন চোখ ওল্টাতে পারবেন? যদি পাল্টা চোখ ওল্টায় তাহলে তো ঝিনাইদহের এমপির মতো ঘটনা ঘটতেও তো পারে। আসলে আপনারা যা বলছেন, তা জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে বলেছেন। আসলে এরা সবাই খালাস পাবেন’— বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ‘পুলিশের আইজি বেনজীর আহমেদের সম্পদ জব্দ করলেও মামলার ট্রায়াল তো হয়নি। সেই মামলায় বেনজীর হাজিরাও দেননি; উচ্চাদলত থেকে জামিনও নেননি। সে তো কোনো কেয়ার করছেন না। সম্পদ জব্দ করলেও বেনজীরকে গ্রেফতারের কোনো আদেশ দিয়েছেন? দেননি।’

বিজ্ঞাপন

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ওয়ান ইলেভেনে তারেক রহমানকে গ্রেফতারের মূল কারণ ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ব্লাকমেইল করা। তাদের বিরুদ্ধে যত মামলা হয়েছে, সব ছিল রাজনৈতিক উদ্দেশ্যে করা।’

জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলালখানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন রোকনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির সংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফউদ্দিন উজ্জল, সংস্কৃতি বিষয়ক সহ-সম্পাদক সাইদ সোহরাবসহ অনেকে।

সারাবাংলা/এজেড/এমও

আজিজ আহমেদ আজিজ-বেনজীর গয়েশ্বর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর