Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ উইকেটের স্বস্তি জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৪ ২৩:৩৯ | আপডেট: ২৬ মে ২০২৪ ১০:১৩

বড় জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ

প্রথম দুই ম্যাচে বাজেভাবে হেরে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে চোখ রাঙাচ্ছিল হোয়াটওয়াশ। তবে সিরিজের শেষ ম্যাচে দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে শান্তর দল। মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পর ওপেনিংয়ে তামিম-সৌম্যর শতরানের জুটিতে ১০ উইকেটের বড় জয় দিয়েই সিরিজ শেষ করল বাংলাদেশ।

টসে জিতে বোলিংয়ে নেমে মোস্তাফিজের অবিশ্বাস্য এক বোলিংয়ে মাত্র ১০৪ রানেই থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার শুরু থেকেই ছিলেন দারুণ আক্রমণাত্মক। যুক্তরাষ্ট্রের বোলারদের উপর চড়াও হয়ে চার-ছক্কায় বন্যা বইয়ে ঝড়ো গতিতেই রান তুলেছেন দুজন।

বিজ্ঞাপন

১০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একটিও উইকেট হারায়নি বাংলাদেশ। তামিম-সৌম্য জুটিতেই যুক্তরাষ্ট্রের দেওয়া স্কোর টপকে গেছেন তারা। তামিম তুলে নিয়েছেন ক্যারিয়ারের আরেকটি হাফ সেঞ্চুরি। ৫ চার ও ৩ ছয়ে ৪২ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন তামিম। আগের ম্যাচগুলোতে ভালো পারফর্ম না করা সৌম্যও আজ রানে ফিরেছেন। ৪টি চার ও ২টি ছক্কায় ২৮ বলে ৪৩ রান করে ক্রিজে টিকে ছিলেন তিনিও।

তামিম-সৌম্য ঝড়ে মাত্র ১১.৪ ওভারেই টার্গেট ছুঁয়ে ফেলে বাংলাদেশ। এই দাপুটে জয়ের পরেও অবশ্য ২-১ ব্যবধানে সিরিজ হারের হতাশা নিয়েই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোতে যেতে হচ্ছে বাংলাদেশকে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ এই যুক্তরাষ্ট্রই।

এদিকে দিনের শুরুতে মোস্তাফিজ আজ ৪ ওভার বোলিং করে এক মেডেনে মাত্র ৯ রান খরচ করে ৬ উইকেট নিয়েছেন। বাংলাদেশি পেসারের  ক্যারিয়ার সেরা বোলিং এটা। এর আগে টি-টোয়েন্টিতে মোস্তাফিজের ক্যারিয়ার সেরা বোলিং ছিল ৫/২২।

বিজ্ঞাপন

শনিবার (২৫ মে) হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে স্বাগতিক যুক্তরাষ্ট্রের শুরুটা অবশ্য বেশ ভালোই হয়েছিল। ওপেনিং জুটিতে শায়ান জাহাঙ্গীর ও আন্দ্রেয়াস গাউস ৪৬ রান তুললে সেটা বড় স্কোরের ইঙ্গিতই দিচ্ছিল।

১৫ বলে ২৭ রান করা আন্দ্রেয়াস গাউসকে ফিরিয়ে জুটি ভাঙেন সাকিব আল হাসান। এতে একটা ইতিহাসে নামও উঠেছে সাকিবের। ইতিহাসের ১৭তম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মালিক বনেছেন সাকিব। পাওয়ার প্লের শেষ ওভারে অপর ওপেনার জাহাঙ্গীরকে ফেরান মোস্তাফিজুর রহমান।

দশম ওভারে আবারও আক্রমণে এসে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন মোস্তাফিজ। ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মাঝের ওভাগুলোতে ভালো বোলিং করেছেন অন্য বোলাররাও। এবং শেষ দিকে মোস্তাফিজুর রহমন ছিলেন রীতিমতো বিধ্বংসী।

১৮তম ওভারে দুই উইকেট তুলে নেন মোস্তাফিজ। ইনিংসের শেষ ওভারেও দুই উইকেট তুলে নেন বাংলাদেশি পেসার। সব মিলিয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানে থামে বাংলাদেশ। মোস্তাফিজ মাত্র ৯ রানে নেন ৬ উইকেট।

যুক্তরাষ্ট্রের পক্ষে গাউস সর্বোচ্চ ২৭ রান করতে চার মেরেছেন ৫টি, ছক্কা ১টি। এছাড়া অপর ওপেনার জাহাঙ্গীর ১৮, কোরি অ্যান্ডারসন ১৮ ও শাঙ্কউইক ১২ রান করেছেন।

বাংলাদেশের অপর বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন।

সারাবাংলা/এফএম

টপ নিউজ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর