Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুকুরে গোসল করতে নেমে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৪ ২১:৫৮

প্রতীকী ছবি

রাজশাহী: জেলার গোদাগাড়ীতে পুকুরে গোসল করতে নেমে ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।

শনিবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলা সরমংলা ইকোপার্কের পুকুরে ডুবে যায় তারা। বেলা ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

মৃতরা হলেন- গোদাগাড়ী পৌর সরমংলা এলাকার ইসরাফিল হোসেনর বিপ্লবের ছেলে আসলাম (৮) ও একই এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে মিম (১০)।

পরিবারের সদস্যরা জানায়, শনিবার দুপুর ১টার দিকে সরমংলা ইকোপার্কের পুকুরে গোসল ও মাছ ধরার উদ্দেশ্যে যায় তারা। কিন্তু অনেক সময় গড়িয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় স্বজনরা খুঁজতে বের হয়। খোঁজাখুজির এক পর্যায়ে দুই শিশুর মরদেহ ইকো পার্কের পুকুরে ভেসে ওঠে।

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মতিন বলেন, ‘দুই চাচাতো ভাই-বোন সবসময় একসঙ্গে থাকতো ও খেলতো। এদিন দুপুরে একসঙ্গে পুকুরে গোসলও করতে যায় তারা। এবং সেখানে ডুবে যায় দু’জন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। রাতের মধ্যেই দুই শিশুর মরদেহ দাফন করা হবে।’

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ পুকুরে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর