Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপেন্ডেন্ট
২৫ মে ২০২৪ ২০:৩৩
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত শাঁখারিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু দুজন সম্পর্কে আপন চাচাতো বোন। ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ মে) দুপুরের পর কিন্তু তাদের দুজনের লাশ উদ্ধার করা হয় বিকেল পৌনে ৩টার দিকে দিকে।
মৃত শিশুরা হলো শাঁখারিয়া গ্রামের মসজিদ পাড়ার আশরাফুলের মেয়ে তাবাসসুম (৬) এবং আশরাফুলের ছোট ভাই রাজু আহাম্মেদের মেয়ে রিতু (৫)। তাবাসসুম তৃতীয় ও রিতু দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করত।
মৃত শিশুদের দাদা কাশেম মণ্ডল বলেন, ‘পরিবারের সকলে বেলা ১১টার দিকে তিতুদহ গ্রামে এক আত্মীয়র জানাজা শেষ করে বাড়ি আসি। বাড়ি ফিরে আসার পর আমি বাড়ির পাশে পুকুরপাড়ে বসেছিলাম। তখন তাবাসসুম ও রিতু দুই বোন খাবার খেতে খেতে আমার কাছে এসে কিছুক্ষণ বসে। খাবার খাওয়া শেষ করে একজন বসে থাকে আর আরেকজন শুয়ে থাকে। একটু পর তারা বাড়ি চলে যায়। আধঘণ্টা পর তাদের কোথায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে গ্রামের নিজাম খাঁ’র পুকুর পাড়ে তাদের স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। আমি পুকুরে নেমে ওদের খুঁজতে থাকি তখন আমার হাতে ওদের মরদেহ স্পর্শ লাগে। তখন অন্যান্যরা পুকুরে নেমে তাদের মরদেহ উদ্ধার করে।’
সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন মোল্লা বলেন, ‘এদিন দুপুরে যে কোনো সময় তারা পুকুরের পড়ে পানিতে ডুবে যায়। তারপর তারা উঠতে না পেরে মারা যায়। এটি খুবই মর্মান্তিক। এ ঘটনার পর গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসান বলেন, ‘দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। এছাড়া পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

চুয়াডাঙ্গা পানিতে ডুবে মৃত্যু শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর