Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৪ ১৮:০৮

প্রতীকী ছবি

বরিশাল: জেলার মুলাদীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবুল বাশার ভূইয়া (৩৫) নামে এক যুবক মারা গেছেন।

শনিবার (২৫ মে) উপজেলার নাজিরপুর ইউনিয়নের চিলমারী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নূর বক্স ভূইয়ার ছেলে।

নিহতের বড় ভাই ইমাম হোসেন ভূইয়া জানান, শনিবার দুপুরে আবুল বাশার ভূইয়া গাছের ডাল কাটছিলেন। এ সময় একটি ডাল গাছ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে পল্লী বিদ্যুতের খোলা তারের সঙ্গে আটকে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে তিনি ছিটকে নিচে পড়ে যান। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুলাদী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, ‘বিদ্যুতের তারসংলগ্ন গাছ কিংবা ডালপালা কাটতে হলে আগে জানাতে হয়। ওই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখলে দুর্ঘটনা এড়ানো যেত। আবুল বাশার ভূইয়া কাউকে না জানিয়ে গাছের ডাল কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন।’

মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

বরিশাল বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর